Category 1

Category 1

Category 1

Category 2

Category 3

Category 3

Category 3

Category 3

Category 4

Category 4

Category 4

Category 4

Tuesday, November 1, 2016

বায়ু দূষণে বছরে দেশে সাড়ে ৮ হাজার শিশুর মৃত্যু

বায়ু-দূষণে-বছরে-দেশে-সাড়ে-৮-হাজার-শিশুর-মৃত্যু

বিশ্বে প্রায় ৩০০ মিলিয়ন শিশু অর্থাৎ প্রতি সাতজন শিশুর মধ্যে একজন শিশু বাড়ির আঙিনায় দূষিত বায়ুর মধ্যে বসবাস করছে। জাতিসংঘের শিশু তহবিল ‘ইউনিসেফে’র নতুন এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশে বছরে ৮ হাজার ৫০০ শিশুর মৃত্যু হয়।

‘ক্লিয়ার দ্য এয়ার অব চিলড্রেন’-এই কার্যক্রমে ব্যবহৃত উপগ্রহ চিত্রে প্রথমবারের মতো ধরা পড়ে যে বাড়ির আঙিনায় বহু শিশু বায়ু দূষণের শিকার হচ্ছে।

মরক্কোর মারাকেশে কপ-২২-এর সম্মেলন শেষ হওয়ার এক সপ্তাহ পরই ইউনিসেফ এই চিত্র প্রকাশ করল। যে সম্মেলনে ইউনিসেফ বায়ুদূষণ কমাতে নিজ নিজ দেশে জরুরি পদক্ষেপ নেয়ার জন্য বিশ্ব নেতাদের বলেছিল।

ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক বলেন, প্রতি বছর পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৬ লাখ শিশুর মৃত্যু হয়। তিনি বলেন, বায়ুদূষণ শুধু শিশুদের শ্বাস-প্রশ্বাসের ক্ষতি করে না। এটি শিশুদের মস্তিষ্ককে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বের মধ্যে দক্ষিণ এশিয়ার শিশুরাই এ ধরনের দূষিত বায়ুর মধ্যে বেশি বসবাস করছে। দক্ষিণ এশিয়ায় ৬২০ মিলিয়ন শিশু, আফ্রিকায় ৫২০ মিলিয়ন শিশু, পূর্ব এশিয়ায় ৪৫০ মিলিয়ন শিশু বাড়ির আঙিনায় বায়ু দূষণের শিকার হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, বাড়ির আঙিনায় বা বাড়ির ভেতরে বায়ু দূষণের ফলে বাংলাদেশে শিশুমৃত্যু ঝুঁকি বেশি। বাংলাদেশে শতকরা ৮৯ শতাংশ বাড়িতে কাঠ, গবাদিপশুর বিষ্ঠা শুকিয়ে রান্নার জন্য ব্যবহার করা হয়।

এছাড়া প্রতিবেদনে ঘরের ভেতরের বায়ু দূষণের চিত্রও তুলে ধরা হয়। জ্বালানি, কয়লা, কাঠ দিয়ে রান্নার ফলে সৃষ্ট ধোঁয়া ও তাপে ঘরে বায়ুদূষণ হচ্ছে। গ্রামাঞ্চলের কম আয়ের পরিবারের শিশুরাই এর বেশি শিকার। এজন্য বাংলাদেশে প্রতি বছর ৮ হাজার ৫০০ শিশুর মৃত্যু হয়।

সেই দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

সেই-দুই-ছাত্রলীগ-নেতার-বিরুদ্ধে-হত্যাচেষ্টা-মামলা
রাজধানীর গুলিস্তানে ফুটপাতের হকারদের উচ্ছেদের সময় অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ছাত্রলীগ থেকে বহিষ্কার করার ৬ ঘণ্টা পর তাদের বিরুদ্ধে ‘হত্যাচেষ্টা’ মামলা করা হলো।

সোমবার রাতে মামলাটি দায়ের করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানকে আসামি করা হয়েছে।

এর আগে গত ২৭ অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এসময় ছাত্রলীগের বহিষ্কৃত এই দুই নেতা অস্ত্র উচিয়ে ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন।

ছাত্রলীগ নেতাদের এমন আচরণে বিভিন্ন মহলে সংগঠনের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে। অবশেষে সোমবার বিকেলে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক আদেশে তাদের বহিষ্কার করা হয়।

Category 5

Category 6

Category 7

Category 5

Category 6

Category 7

 
Copyright © 2014 News Network Bangladesh || We all in a same network